তানোরে ৪০ দিনের কর্মসূচির কাজ শেষ না হতেই মেয়াদ শেষ

আপডেট: এপ্রিল ৪, ২০১৭, ১২:৩১ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


চলতি অর্থবছরে উপজেলার ছয়টি ইউনিয়নে অতিদরিদ্রদের ৪০ দিনের কর্মসূচির কাজ শেষ না হতেই মেয়াদ শেষ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন কাজ করেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে উপকারভোগীরা। তবে সরকারের কাছে কাজের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছে উপকারভোগীরা।
প্রকল্প বাস্তবায় অফিস সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়নে এক হাজার ৪৮ জন লেবারের জন্য ৮৩ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। এর মধ্যে মাত্র চান্দুড়িয়া ইউনিয়নে কাজ সম্পর্ণ হলেও বাকি ছয়টি ইউনিয়নে কাজ সম্পূর্ণ না হতেই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে।
বিষয়টি নিয়ে বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আমার ইউনিয়নে কর্মসূচির কাজ ৩০ দিন করা হয়েছে। বাকি ১০ দিনের কাজ সময় বাড়লে করা হবে।
এ বিষয়ে কর্মসূচির দায়িত্বে থাকা তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী এনামুল হক বলেন, সময়মতো চেয়ারম্যানরা এমআইএস তৈরি করতে না পারায় কাজ শুরু কততে দেরি হয়েছিল। ফলে ৪০ দিনের কর্মসূচি কাজের মেয়াদ শেষ হয়েছে। তবে মেয়াদ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। মেয়াদ বাড়লে বাকি কাজ করানো হবে বলে তিনি জানান।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী জানান, কাজের মেয়াদ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সময় বাড়লে বাকি কাজ সম্পূর্ণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ