তানোর অফিসার্স ক্লাবসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক সভা

আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

তানোর প্রতিনিধি


তানোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানোর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদা খাতুন (৩৮) নিহত হওয়ার ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় তানোর উপজেলা প্রসাশনের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। গত সোমবার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর অফিসার্স ক্লাবের উদ্দ্যোগে শোক সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শোক সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নিরবতা ও দোয়া মাহফিল করা হয়।
উল্লেখ্য, গত রোববার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে মোটরসাইকেল যোগে অফিসে ফেরার পথে বেলা ৩টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর মোড়ের পশ্চিম পার্শে  স্টরের সামনে আসতেই তানোর থেকে যাওয়া ট্রাকটি  মোটরসাইরকে  পেছনে  থেকে ধাক্কা দেয়। এ সময় মটরসাইকেলে পিছে  বসে থাকা তানোর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদা খাতুনের সাথে ট্রাকের ধাক্কা লাগলে তিনি ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মিরা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ