শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
তানোর প্রতিনিধি
তানোর উপজেলার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মিদের সঙ্গে মতবিনিময় করেছেন সাংসদ ওমর ফারুক চৌধুরী। সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে স্বাস্থ্য কেন্দ্রের হল রুমে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংসদ ফারুক চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসকদের আন্তরিকভাবে সেবা প্রদানে প্রস্তুত থাকতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রেগুলোসহ কমিউনিটি ক্লিনিকগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামের জনসাধারণকে করোনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো বুঝিয়ে বলে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোজিয়ারা খাতুন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আবুল বাশার সুজন, চাঁন্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, ব্যবসায়ী মোহাম্মাদ আলী বাবুসহ উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকবৃন্দ।
পরে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তানোর উপজেলা নির্বাহী অফিসার তানোর উপজেলা বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে করে করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে মাসিক সভায় যোগ দেন সাংসদ।