সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
তানোর ও গুরুদাসপুর প্রতিনিধি
রাজশাহীর তানোর ও নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে তানোর-মুন্ডুমালা সড়কের আড়াদিঘি সরু কার্লভাটের কাছে ও গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকায় এ দুই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটো ভ্যান থাকা শিশু’র দাদা-ছাদের আলী (৪৫) ও দাদী আলেকজান (৪০) এবং অটো ভ্যান চালক হাবিবুর রহমান (৩৩) ও মামুনুর রশীদকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে গেলে পুলিশ যশোর -ট ১১- ০৯৬৮ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
নিহত শিশু মোহনপুর উপজেলার খোলাগাছী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে গত বুধবার দাদা ও দাদীর সাথে বেড়াতে এসেছিল প্রানপুর ফুফু’র বাড়িতে। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে প্রানপুর গ্রামের হাবিবুর রহমানের অটো ভ্যানে চড়ে দাদা ও দাদীর সাথে মোহনপুর উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলো। এই সময় তানোর-আমনুরা সড়কের পাঁচপির ব্রীজের কাছে আসামাত্র ট্রাকটি পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানের চালকসহ শিশু’র দাদা-দাদী ছিটকে পড়ে যায় এর মধ্যে শিশুটি রাস্তার মধ্যে পড়ে গেলে শিশু’র মাথার উপর দিয়ে ট্রাকটি চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশু’র মৃত্যু হয় এবং শিশু’র দাদা-দাদী ও ভ্যান চালক পড়ে গিয়ে গুরুতর আহত হন। তানোর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শহিদুল্লাহ জানান, ভ্যানচালক ও অপরযাত্রীর বেগতিক অবস্থা লক্ষ্য করে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আলেকজান নামের এক নারীকেও আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে রেফার্ড করা হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবদুস সালাম জানান, ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গুরুদাসপুরে শ্যালোচালিত অবৈধ পাওয়ার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবদুল আলিম (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত আলিম নাটোর সদর থানার বাগরোম এলাকার ওয়াজেদ আলীর ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর থেকে নাটোর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাওয়ারট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আলিম মারা যায়। পুলিশ পাওয়ারট্রলিটি আটক করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।