তানোর ও বাগমারায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ কর্মীসহ নিহত দুই

আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১১:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর ও বাগমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ কর্মীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, তানোর উপজেলার ভদরখ গ্রামের যুবলীগ কর্মী ওসমান গণি (২৫) ও দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের সাবদুল আলী (৫৬)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, গতকাল সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর একটি অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ওসমান গণি। পথে মোটরসাইকেলটি উপজেলার আমশো নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওসমান গণি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাইসাইকেলে করে বাগমারার হাটে পান বিক্রি করতে যাচ্ছিলেন সাবদুল আলী। পথে বসু বোয়ালিয়া এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাবদুল আলীর মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ