তাপপ্রবাহ অব্যাহত, থাকবে আরও তিন দিন

আপডেট: জুন ৪, ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে তাপপ্রবাহ অব্যাহত আছে। তবে শনিবারের চেয়ে তাপমাত্রা কমেছে কিছুটা। এরকম তাপমাত্রা থাকবে আরও তিন দিন। এরপর হয়তো দেখা মিলতে পারে স্বস্তির।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য বলছে, জুন মাসের প্রথম দিন থেকে তাপমাত্রা ছিল ৪০ এর উপরে। রোববার (৪ জুন) তা নেমে এসেছে ৩৯ ডিগ্রিতে। সোমবার তাপমাত্রা এর চেয়ে কিছুটা কম হতে পারে। তবে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অফিস জানায়, রোববার (৪ জুন) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াম। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াম। শনিবার ও শুক্রবার তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৭ ও ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলছে আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা কমতে পারে। তবে গরম অনুভূত হবে বেশি। আগামী কয়েক দিন পরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি হলেই তাপমাত্রা কমে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ