তাপমাত্রা পরিমান ৩ দশমিক ৬ ডিগ্রি, দিল্লিতে রেড অ্যালার্ট

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ১:৫৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


চলতি শীত মৌসুমে সবচেয়ে ঠাণ্ডার সকাল দেখলো ভারতের রাজধানী নয়াদিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর), সেখানে পারদ নেমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে নগরীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি শীত মৌসুমে দিল্লির স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৮ ডিগ্রি থেকেও কম। এ নিয়ে চলতি শীতে দ্বিতীয় দিনের মতো সবচেয়ে ঠাণ্ডা সকালের রেকর্ড হলো দিল্লিতে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

হিমেল আবহাওয়া ও ঘন কুয়াশর কারণে দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও এনসিআর জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। শুক্রবার রাতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রকর্ড করা হয়। দিল্লি ও এনসিআর একটি শৈত্য প্রবাহের কবলে পড়েছে।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এই পরিস্থিতির কারণে দিল্লিমুখি ১৮টি ট্রেনের যাত্রা ১ থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট শিডিউলে বিঘ্ন ঘটেছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)-এর তথ্য অনুযায়ী, দিল্লির প্রধান আবহাওয়া স্টেশন সফদরজং মানমন্দিরে ভোর ৫:৩০ মিনিটে দৃশ্যমানতা ২০০ মিটার ছিল। শনিবার সকালে নয়া দিল্লির বিভিন্ন অংশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল।
দিল্লি অঞ্চলজুড়ে শৈত্য প্রবাহ আরো কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে পরবর্তী তিনদিন অঞ্চলটি জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি থাকবে বলে জানিয়েছে তারা।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ