তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

আপডেট: জানুয়ারি ২২, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। আবহাওয়া অফিস বলছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ব্যবধান বেশি না হওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। আর রাতের দিকে বইতে পারে শৈত্যপ্রবাহ।

রাজশাহীতে সোমবার (২২ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। আর রোববার (২১ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলিসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলিসিয়াস।

অপরদিকে, শীতের তীব্রতা বাড়ায় রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। বাদ যায়নি কিন্ডারগার্টেনগুলোও। এদিকে শীতের কারণে রাজশাহীর ক্লিনিক ও হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এমন অবস্থায় আবহাওয়া অফিস বলছে, কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

রাজশাহীতে গেল সাত দিনের আবহাওয়ার গতিবিধি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১৩ ডিগ্রির ঘরে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ থেকে ২১ ডিগ্রির ঘরে। সর্বশেষ সোমবার (২২ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলিসিয়াস। এমন অবস্থায় তীব্র শীতের কারণে জীবন-জীবিকা নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। তাদের জীবিকার তাগিদে শীত উপেক্ষা সড়কে নামতে হয়েছে কাজের সন্ধানে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, আকাশ পরিষ্কার আছে, সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। আর রাতের দিকে বইতে পারে শৈত্যপ্রবাহতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ