তামিমের এ কেমন আউট!

আপডেট: মার্চ ৯, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



নিজের দোষে উইকেট ছুড়ে দিয়ে এলেন তামিম ইকবাল। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন বাংলাদেশের এই ওপেনার। তার আউটেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট।
দারুণভাবে ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন তামিম। হাফসেঞ্চুরি পূরণ করে বাড়িয়ে নিচ্ছিলেন দলের রান। কিন্তু নিজের ভুলেই ফিরতে হলো তাকে। লাকশান সান্দাকারের বলটি লেগ স্টাম্পের বাইরে পড়ে জমা হয় উইকেটরক্ষক নিরোশান ডিকবিলার গ্ল্যাভসে। শ্রীলঙ্কান খেলোয়াড়রা আবেদন করেন ক্যাচ আউটের। আম্পায়ারকে সেই ডাকে সাড়া দিতে হয় নি, তামিম ক্রিস থেকে বেরিয়ে রান নিতে চাইলে ডিকবিলার গ্ল্যাভস স্টাম্পে লাগাতে দেরি হয় নি। তাতে রান আউট হয়ে ফিরে যান বাংলাদেশি ওপেনার।
প্রশ্ন হলো, যেহেতু তামিমের প্যাডে বল লাগে নি, এর মানে শ্রীলঙ্কান খেলোয়াড়রা আবেদন করেছিলেন কট বিহাইন্ডের। তামিমের সেটা সবচেয়ে বেশি ভালো বোঝার কথা। কারণ তার বিরুদ্ধেই উঠেছে আবেদন। অথচ বোকার মতো ছুটলেন রান নিতে। গ্ল্যাভসে জমা পড়া বল স্টাম্পে লাগাতে আর কতক্ষণ লাগে ডিকবিলার! নিজের দোষে উইকেট বিলিয়ে দিয়ে আসা তামিমের চমৎকার ইনিংসের মৃত্যু ঘটে যায় তাই ৫৭ রানেই।-বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ