বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
‘কুইন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কঙ্গনা রাণৌত। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, এ সিনেমাটি তামিল ভাষায় রিমেক হবে।
সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সিনেমার পুননির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রেভাথি ও সুহাসিনী মণি রতœম। আর এতে কঙ্গনা রাণৌতের চরিত্রে অভিনয় করবেন তামান্না ভাটিয়া। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ‘কুইন’ সিনেমায় তামান্না অভিনয় করার জন্য সম্মতি দিয়েছেন। খুব শিগগিরই শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হবে। এ সিনেমার অংশ হতে পেরে উচ্ছ্বসিত তামান্না। ‘কুইন’ সিনেমা রিমেকের কথা যখন তামান্নাকে জানানো হয় তখন উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি আছি।’
প্রবীণ অভিনেতা থিয়াগারাজানাদ সিনেমাটি রিমেকের জন্য স্বত্ত্ব কিনেছেন। সিনেমাটি প্রযোজনা করছেন এই অভিনেতা। বর্তমানে সিনেমাটির সংলাপ লেখার কাজ চলছে। সর্বশেষ ডেভিল সিনেমায় দেখা গেছে তামান্নাকে। এ সিনেমায় একটি নারী কেন্দ্রিক চরিত্রে অভিনয় করেন তিনি। রাইজিংবিডি