রাজশাহীতে তায়াকায়ান্দো প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে স্থানীয় তায়াকায়ান্দো ২০২৩-২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধন হয়ে বিকেলে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়।
পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী। এই প্রতিযোগিতায় ২৮টি ক্লাব অংশ নেয়।

এর আগে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তায়াকায়ান্দো সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান পরশ। স্বাগত বক্তব্য রাখেন তায়াকায়ান্দো সমিতির সদস্য সচিব গোলাম সাকলায়েন। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ তায়াকায়ান্দোর প্রধান কোচ লি জু সাং।

এ বিভাগের অন্যান্য সংবাদ