তারুণ্যের উৎসব প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


মুক্তিযুদ্ধ স্মৃতি সে্েটডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুনামেেেন্ট জয় পেয়েছে রিভারভিউ স্কুল। শুক্রবার (৭ফ্রেরুয়ারি) মসজিদ মিশন একাডেমী টসে হেরে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান।

দলের পক্ষে সর্বোচ্চ সম্রাট ৪১ ও আব্বাস ১৮ রান করে। বিপক্ষ দলের পক্ষে অন্তর ২২রানে ২টি, কাসিদ ১৩ রানে ৪টি ও তাসনিমুল ১৫ রানে ৩টি উইকেট নেন।

রিভারভিউ স্কুল ৯৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে টার্গেট পূর্ণ কওে (৯৭ রান)। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ ও রাব্বি অপরাজিত ২৯ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ২২ রানে ১টি উইকেট নেন।