বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পাবনা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পাবনার চাটমোহরে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছ।
রোববার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় চাটমোহর উপজেলার কাটাখালি বাজারে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা।
হীরা তার বক্তব্যে বলেন, ‘আমরা তৃণমূল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সম্মেলন করেছি। যাতে প্রত্যেক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। এছাড়াও আরেকটি কাজের অংশ হলো এই ফ্রি মেডিকেল ক্যাম্প। এর মাধ্যমে দলমত নির্বিশেষে মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানোর সুযোগ পাচ্ছি। এভাবেই আমরা মানুষের পাশে থাকছি, আগামীতেও থাকবো।’
ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, ‘রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তার মধ্যে তিনি উল্লেখ করেছেন সবার জন্য স্বাস্থ্য, বিনা চিকিৎসায় মৃত্যু নয়। সবার জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা এবং জিডিপিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ শতকরা পাঁচ ভাগ বাড়ানোর কথা বলেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার তত্ত্বাবধানে জেলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবো ইনশাআল্লাহ।’
চাটমোহর উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাস’র সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. আব্দুল মজিদ, ডা. আতিকুর রহমান আতিক, ডা. আলমগীর হোসেন ও ডা. সুমাইয়া আক্তার সিনথী রোগীদের মেডিসিন, গাইনি, যৌন, মানসিক, অর্থপেডিক ও ব্লাড গ্রুপিং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাজুলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিবিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মজনু সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয়, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল প্রমুখ।