শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আড়াই মাস পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলেছে। নেতাকর্মিরা অফিসে প্রবেশ করে সন্তোষ প্রকাশ করেছেন। তবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনের কার্যালয়ে ঢোকার আগে কার্যালয়ের গেটে থাকা তালা ভেঙে ফেলেন তারা।
কার্যালয়ে প্রবেশ করাের পর রিজভী বলেন, আড়াই মাস পর আমরা তালা ভেঙে আমাদের প্রিয় কার্যালয়ে প্রবেশ করলাম। ২৮ অক্টোবর মহাসমাবেশের দিন নারকীয় তাণ্ডব চালিয়ে আমাদের সমাবেশ পণ্ড করে দেয়া হয়। এরপর পুলিশ আমাদের কার্যালয়ে তালা মেরে দেয়। এতো দিন কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এখন কার্যালয়ে প্রবেশ করেছি। এখন ধোয়ামোছার কাজ করবো।
এর আগে ২০২৩ সালের ২৮ অক্টোবর দলীয় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর সমাবেশ পণ্ড হয়ে গেলে বিকাল থেকেই বিএনপি কার্যালয় নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তারপর থেকে গেটে তালা ঝোলানো দেখা গেছে।
২৯ অক্টোবর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট বিএনপি কার্যালয়ের তিন দিকে ‘ডু নট ক্রস: ক্রাইম সিন’ ফিতা টানিয়ে দিয়ে আলামত সংগ্রহ করে। তারপর থেকে সেখানে সব সময় পুলিশ অবস্থান করেছে ।
তবে গত ১৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, ‘আমরা বিএনপির কার্যালয়ে তালা মেরে রাখিনি। তাদের কার্যালয়ে তারা যেকোনো সময় আসতে পারবে। এতে আমাদের কোনেরা বাধা নেই। তবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে।’
এর পরদিন ১৫ নভেম্বর সকালে বিএনপির ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন বিএনপি কার্যালয়ের সামনে কয়েকজন কর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকলে পল্টন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন