বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
আমেরিকায় সেতু বিপর্যয়! মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে, আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোর শহরের একটি সেতুতে সজোরে ধাক্কা মারে একটি মালবাহী জাহাজ। এরপরই, বাল্টিমোরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে পড়ে। জাহাজটি বাল্টিমোর বন্দর থেকে বের হওয়ার পথে, সেতুটির একটি ভিতে ধাক্কা মারে। সেতুটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ও বহু মানুষ নীচে প্যাটাপসকো নদীতে পড়ে যান। ধাক্কা মারার পর, জাহাজটি সেতুটির নীচে আটকে গিয়েছে। এই ঘটনায় অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও সংখ্যা জানানো হয় নি। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেতুর উপরে দুই দিকের সব লেনেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসেছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা। উদ্ধারকাজ শুরু হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন