বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে উপ-নির্বাচনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে খন্দকার সায়লা পারভীন ও তানভীর ইসলাম ফেরদৌস এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬ জন প্রার্থীর মনোননয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন, খয়রা গ্রামের সাইফুল ইসলাম, একই গ্রামের সোনালপাড়ার সোহেল রানা, চকপাড়ার ওসমান কাজী, সরকারপাড়ার আমিনুল হক, দালানপাড়ার ওহিদুল ইসলাম এবং খয়রা গ্রামের আখতার হোসেন।
উল্লেখ্য, তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মেয়র পদ শূন্য হয় এবং একই পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রইচ উদ্দিন মৃত্যুবরণ করায় ওই পদ শূন্য হয়।
আগামী ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৯ মার্চ ওই দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ জানান, মেয়র পদে দুইজন এবং কাউন্সিলর পদে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।