তিউনিসীয় উপকূলে নিহত আট বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ২:১৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :তিউনিসীয় উপকূলে নৌযানে অগ্নিকাণ্ডের ফলে ৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি এবং একজন পাকিস্তানি নাগরিক।
এছাড়া ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লিবিয়া দূতাবাসের একটি প্রতিনিধি দল তিউনিসিয়ার উপকূল এলাকায় সরেজমিনে গিয়ে বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত হয়েছে।

নৌকা চালকসহ ৫৩ জনের মধ্যে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে। তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক। এছাড়া পাকিস্তানের ৮ জন, সিরিয়ার ৫ জন, মিসরের ৩ জন ও নৌকা চালক মিশরীয়। ওই ঘটনায় ৯ যাত্রীর মৃত্যু হয়। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক এবং একজন পাকিস্তানের নাগরিক।

উল্লেখ্য, গত ১৮ ফ্রেবুয়ারি একটি অভিবাসী দল নৌকায় করে রাত ১১:৩০ টায় লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা দেয়। পথে নৌকাটি তিউনিসীয় উপকূলে গেলে রাত ৪:৩০ মিনিটে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে মোট যাত্রী ছিলেন ৫৩ জন।
তথ্যসূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ