শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
চট্টগ্রাম ও বগুড়া জেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত সময়ে ওই তিনটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চট্টগ্রামে পৃথক তিন দুর্ঘটনায় ৫ জন এবং বগুড়ায় একটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
চ্টগ্রামে লবণ বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন এলাকায় লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল।
অটোরিকশাটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিল।
মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে নিহত হন অটোরিকশায় থাকা মা-ছেলে ও অটোরিকশার চালকসহ চারজন।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসচাপায় প্রাণ গেলো বিএনপি নেতার
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় মো. কামরুল আলম (৪৮) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।
বগুড়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বগুড়ার শেরপুর উপজেলায় চালবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও দুজন যাত্রী৷
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (০৪) ও অটোরিকশাচালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত শেখের ছেলে মো. নাসিম (৩০)।
আহতরা দুজন হলেন—বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ উপজেলার কাওছার আলী (২৩)।
তথ্যসূত্র: বাংলানিউজ, জাগোনিউজ