তিনি এক রূপকুমারী

আপডেট: জানুয়ারি ২৫, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



আর্শিনা প্রিয়ার প্রথম একক অ্যালবাম ‘এপি’ থেকে ‘আমি এক রূপকুমারী’ শিরোনামের গানে ভিডিও আসছে। সোমবার গানটির শুটিং হয়েছে বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে। জিয়াউদ্দিন আলমের কথায় সুর-সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও পরিচালনা করছেন চন্দন রায়। কোরিওগ্রাফি করেছেন আর্শিনা নিজেই।
ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশ হবে ‘আমি এক রূপকুমারী’। আর্শিনা জানান, ভিডিওটির শুরু করেছিলেন ২০১৬ সালের মাঝামাঝিতে। গুলশানে হলি আর্টিজানে হামলার পর স্থগিত রেখেছিলেন।
বড় বাজেটের ভিডিওটিতে আরো দেখা যাবে সাঞ্জু জন ও ঈগল ড্যান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পীকে।  ভিডিওটি নিয়ে আর্শিনা বলেন, ‘আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। মিডিয়ার প্রতি ভালোবাসার কারণে মাঝে মাঝে দেশে আসা হয়। সে ভালোবাসা থেকেই অ্যালবাম ও ভিডিও করা ‘এর আগে নায়ক বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ সিনেমায় ‘পিচকারী’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে প্রশংসিত হন আর্শিনা। একই সাথে ছবিটিতে প্রথমবারের মতো প্লেব্যাক করেন। তার সাথে ছিলেন কিশোর।

এ বিভাগের অন্যান্য সংবাদ