বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
জেলার বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ২১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ মে) দুপুরে অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি টিম গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
ধৃত আসামীরা হলো- দুর্গাপুর থানার মৃত ইউসুফ মণ্ডলের ছেলে দুলাল মন্ডল (৪৫), বাগমারা থানার ভাবনপুরের মৃত মাখন শাহের ছেলে নাঈম শাহ (৩১), মৃত মেরাজ খাঁর ছেলে তোফাজ্জল খাঁ (৪০), রামরামা গ্রামের আকবর প্রামাণিকের ছেলে আলমগীর (৩৬), পুঠিয়া থানার মণ্ডলপাড়ার আবু বক্করের ছেলে আলামিন (২১), পমপাড়ার কামরুজ্জামানের ছেলে বিলাস উদ্দিন (২০), বাগমারার ভাবনপুরের মনিরুল শেখের ছেলে মিঠু শেখ (২৭), হারুন প্রামাণিকের ছেলে আসাদ হাসান (৩৪), বাগমারা তাহের পুরের রইস উদ্দিনের ছেলে বাবু (৪৪), পবা থানার বড়গাছী সবসারার মৃত আজিজুল হকের ছেলে আবু হেনা ওরফে বাদল (৪৩), বাগমারা রসুলপুরের আনসারের ছেলে সজিব ইসলাম (২১),
পুঠিয়ার মঙ্গলপাড়ার মৃত নবজেস খানের ছেলে নাহিদুল ইসলাম (২০), দুর্গাপুরের আনুলিয়ার মৃত সুরেন্দ্র নাখ পালের ছেলে হিরু চন্দ্র পাল (৬০), পুঠিয়া থানার মৃত মোহাম্মদ আলীর ছেলে আমিরুল হক (৩৩), পুঠিয়ার কাঠালবাড়িয়ায় মৃত আব্দুল আলিমের খলিলুর রহমান ওরফে সুজন (৫৭), দুর্গাপুরের সিংগা পূর্বপাড়ার মৃত ওমর আলীর ছেলে আঃ মজিদ (৬৫), পুঠিয়া বানেশ্বর খুটিপাড়ার মৃত রেজাউল করিমের ছেলে ওয়াহাব আলী (৩২), দুর্গাপুরের জয়কৃষ্ণপুরের মৃত বেশারত প্রামাণিকে ছেলে মালেক উদ্দিন (৩২), সিংগা পূর্বপাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে মহসিন আলী (৪২), সিংগা পশ্চিমপাড়ার মৃত জেহের মণ্ডলের ছেলে আবু জাফর (৪২) রইপাড়ার বিচ্ছেদ আলীর ছেলে খোকন (২৫)। আসামীদের কাছ থেকে চাঁদা আদায় রশিদ বই-৮টি, টালী খাতা-২টি এবং চাঁদা আদায়কৃত নগদ=৬১১৯/-টাকা জব্দ করা হয়েছে।
আসামীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, অটোরিক্সা এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ি ভাংচুর করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে বাগমারা, দূর্গাপুর ও পুঠিয়া থানায় চাঁদাবাজি মামলা চলমান রয়েছে।