তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিকসহ ৭ জন নিহত

আপডেট: নভেম্বর ২৫, ২০২৩, ১২:৪১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয়সহ ৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় সাতক্ষীরায় ২ জন, চট্টগ্রামে ৩ জন, গাজীপুরে একজন এবং যশোরে একজনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরায় দুই ভারতীয় নিহত
সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সজীব আহত হয়েছেন।

চট্টগ্রামে তিন শ্রমিক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- পাবনার সুজানগর থানার সৌখেতুপাড়ার মো. আলমগীর হোসেন (৪৫), একই থানার রায়পুর এলাকার মো. শফিকুল ইসলাম (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল মাসুদ মিয়া ( ৩৫)। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।
যশোরে বাইকার নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অরুণ দে (৫৫) নিহত হয়েছেন। শুক্রবার কেশবপুর-সাগরদাঁড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাজীপুর কনস্টেবল নিহত
গাজীপুরে লরির ধাক্কায় পুলিশের টহলগাড়ি উল্টে বিতান বড়ুয়া নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার ভোর ৩:১৫ টার দিকে সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্যসূত্র: জাগোনিউজ