রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েঝে।এদের মধ্যে পিরোজপুরে ৭ জন, ফদিপুরে ৩ জন এবং চট্টগ্রামে ১ জন নিহত হয়েছেন।
পিরোজপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৭
পিরোজপুরের পাড়েরহাটে অটোরিকশায় বাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার (৮ই মার্চ) বারটোর দিকে এ-দুর্ঘটনা ঘটে। তখনো নিহতদের নাম-পরিচয় জানা-যায়নি।
স্থানীয় সূত্র জানায়, পাড়েরহাটের ঝাউতলা স্ট্যান্ডে একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। এতে অটোরিকশা ছিটকে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে আবার সড়কের উপরে এসে পড়ে। এসময় বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়।
ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩
ফরিদপুর জেলার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেলে ৩ জন মারা গেছেন। দুর্ঘটনায় আহত যাত্রীর সংখ্যা অন্তত ১০ জন।
শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদরদী বাবনাতলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ।
নিহত ৩ জনের মধ্যে পাবনার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)এর পরিচয় জানা গেছে।
পিকআপ থেকে ছিটকে পড়ে বিএনপি নেতার মৃত্যু
মীরসরাইয়ে মাছবোঝাই পিকআপে বাসের ধাক্কায় ছিটকে পড়ে সরফুদ্দিন ভুইয়া মামুন (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) খুব ভোরে ঢাকা-চট্টগ্রাম সড়কের বারইয়ারহাট পৌর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মামুন উপজেলার আবদুস সত্তর ভূঁইয়া বাড়ির মরহুম ডা. সফিউল আলমের ছেলে। তিনি কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
তথ্যসূত্র: বাংলানিউজ, রাইজিংবিডি