মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
তিন তালাক বজায় রাখার সিদ্ধান্তে যথারীতি অনড় মুসলিম ল’ বোর্ড৷ দেশজুড়ে প্রবল সমালোচনার মুখেও ফের নিজেদের সমর্থনে সুর চড়ালো তারা৷ শনিবার এক বিবৃতিতে বোর্ডের তরফে জানানো হয়, শরিয়তের অধীনেই মুসলিম নারীরা নিজেদের বেশি সুরক্ষিত বলে মনে করেন৷
অন্যদিকে মাহোবা ও বারাণসীতে তিন তালাকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ মিছিলে শামিল হলেন আগ্রার মুসলিম নারীরা৷ কেন্দ্রীয় সরকার যাতে ইসলামি সংস্কৃতি ও আইনের বিরোধিতা না করে তার আবেদন জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উদ্দেশে জেলাশাসকের কাছে স্মারকলিপিও পেশ করেন৷ তিন তালাক নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল রামপুরের জামা মসজিদ কমিটি৷ তিন তালাক প্রথায় পরিবর্তন আনার বিরুদ্ধে সুর চড়িয়েছে অল ইন্ডিয়া মিলি কাউন্সিলও৷ ল’ বোর্ডের এগজিকিউটিভ সদস্য আজমা জেহরা জানিয়েছেন, সারা দেশের মুসলিম নারীরা শরিয়তের তিন তালাক প্রথার সমর্থনে এগিয়ে আসছেন৷ তাঁর বক্তব্য, অন্যদের তুলনায় মুসলিম সমাজে বিবাহবিচ্ছেদের হার কম৷ বিচ্ছেদের পরও নারীদের জন্য অনেক অধিকার সংরক্ষণ করেছে শরিয়ত৷ তাঁরা পুনরায় বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারেন৷ তাই অধিকাংশ মুসলিম নারীই শরিয়তের অধীনে নিজেদের সুরক্ষিত মনে করেন৷ অভিন্ন দেওয়ানি বিধির আওতায় আসতে চান না৷
শুধু শহর নয়, গ্রামের নারীরাও তালাক প্রথাকে সমর্থন করছেন বলে জেহরা জানান৷ তিনি বলেন, “মোদিজি যখন বলেছিলেন, এটি ‘হিন্দু-মুসলিমের বিষয় নয়’, উনি ঠিকই বলেছিলেন৷ ইস্যুটি আসলে তৈরি করেছে আরএসএস৷ এখন ভারতীয়দের ঠিক করতে হবে তাঁরা কোনটা অনুসরণ করবেন সমস্ত ধর্মের অধিকার সুরক্ষিত রাখার কথা বলে যে সংবিধান সেটি না কি গৈরিক বাহিনীর দেয়া নির্দেশ?”- সংবাদ প্রতিদিন