শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয় আদিবাসী পরিষদের তিন দশক পূর্তি (১৯৯৩-২০২৩) পালন করবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর রাজশাহীতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবি জানাবে।
আদিবাসী পরিষদের সমাবেশে উপস্থিত থাকবেন পরলোকগমনকারি নেতা অনিল মারান্ডি, সুরেন্দ্রনাথ সরদার, বাদল মারান্ডি, আলফ্রেড সরেন, সবিন চন্দ্র মুন্ডা, প্রদীপ বিশ্বাস, রঘুনাথ লাকড়ার পরিবারের স্বজনরা।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর গণকপাড়ায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস।
সভায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, প্রেসিডিয়াম সদস্য আমিন কুজুর, খ্রিষ্টিনা বিশ্বাস, আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য নরেশচন্দ্র উরাও। সভা পরিচালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য প্রদীপ লাকড়া।