তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভা

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৮ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহতাব আলী। সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক এসএম আরিফ রতন।
এসময় নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম উপস্থিত থেকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শাহ জামাল হক, যুগ্মসম্পাদক মুখলেসুর রহমান ও রাজু প্রমুখ। সভায় বলা হয়, ওয়ার্ডের বিভিন্ন মহল্লার মসজিদের খাদ্য বিতরণ ও দোয়া খায়েরের সিদ্ধান্ত গৃহিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ