তিন মাসেই সাপের রূপ নিল নিখোঁজ তরুণী!

আপডেট: আগস্ট ১, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


তিন মাস ধরে নিখোঁজ ছিল তরুণী। অবশেষে এক অন্ধকারাচ্ছন্ন গুহায় মিলল তার দেখা। তবে মানুষ রূপে নয়। সাপ রূপে। সাপের মতো বুকে চেপে গুহা থেকে বেরিয়ে দেখা দিল তরুণী। যা দেখেই চমকে গেছেন পরিবারের সদস্যরা। ৯০ দিন পর সাপ রূপে নিখোঁজ তরুণীর হদিশ মিলতেই, শোরগোল পড়েছে ঝাড়খন্ডে।

পরিবার সূত্রে খবর, মহাশিবরাত্রির দিন তরুণী নিখোঁজ হয়ে গিয়েছিল। বহু খোঁজাখুঁজির পরেও তার দেখা মেলেনি। তরুণী গারওয়া জেলার করিভাদিহ গ্রামের বাসিন্দা। গত মাসের শেষে রানিদিহে অবস্থিত গুপ্তধাম গুহার মধ্যে তার দেখা মেলে। যদিও এর জন্যেও বহু পরিশ্রম করতে হয়েছে তাদের।

জানা গিয়েছে, রবিবার রাতে ওই গুহার বাইরে কীর্তনের আসর বসেছিল। উপস্থিত ছিলেন তরুণীর বাড়ির লোকেরা। কীর্তন শুনে গভীর রাতে গুহা থেকে বেরিয়ে আসে তরুণী। বুকে চেপে এগিয়ে আসে সে। ঠিক সাপের মতোই জিভ লকলক করতে থাকে। দেখেই শিউরে ওঠেন সকলে। পরে তাকে দেখতে গুহার বাইরে ভিড় জমান হাজার হাজার মানুষ।

জানা গিয়েছে, তরুণীকে উদ্ধার করে ইতিমধ্যেই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। কীভাবে সে গুহায় পৌঁছল, অন্ধকারাচ্ছন্ন জায়গায় দিনের পর দিন কাটাল, তা ঘিরেও খোঁজ চালাচ্ছেন সকলে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন