তিন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১১:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্মৃতি সংসদ কর্তৃক তিন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নার্সি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত তিন মুক্তিযোদ্ধা হচ্ছেন, মিজানুর রহমান বাদল, আনোয়ার ইকবাল বাদল ও হাবলুল মতিন হাবু।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রখ্যাত কণ্ঠশিল্পী এ্যান্ডু কিশোর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী সাংসদ বেগম আখতার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বকুল, নার্সি কলেজের অধ্যক্ষ মনিজ্জা খাতুন ও মিডিয়া ব্যক্তিত্ব আহমেদ সফিউদ্দিন। পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম খোকন। এসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংগীত পরিবেশনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ