তিন যুগেও উন্নয়নের ছোঁয়া লাগে নি নাচোল রেলস্টেশনে

আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

নাচোল  প্রতিনিধি



স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সেক্টরে দেশের অভূতপূর্ব উন্নয়ন হলেও চাঁপাইনবাবগঞ্জ জেলার বীরাঙ্গনা ইলামীত্রের তে-ভাগা আন্দোলনের সূতিকাগার নাচোলের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম রেলস্টেশনে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নি।
সদ্য যোগদান করা স্টেশন মাস্টার কামরুল হোসেন জানান,  ব্রিটিশ আমলের টিনসেড স্টেশন মাস্টারের টিকিট ঘরে, বর্ষা মৌসুমে ঘরের ভিতর ছাতা মাথায় দিয়ে টিকিট বিক্রি করতে হয়। ঘরের ভিতর বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ণ ফাইলপত্র ভিজে যায়। প্লাট ফরমে যাত্রীদের মানসম্মত বিশ্রামাগার নেই। প্রভাবশালীদের দখলে চলে গেছে রেলের জমি। স্টেশন মাস্টারের জন্য স্টাফ কোয়ার্টার নেই। যাত্রীদের জন্য শৌচাগার ও পানীয়জলের ব্যবস্থা নেই। প্লাটফরমে যাত্রীদের প্রবেশমুখ দখল করে বসে আছে স্থানীয় কিছু পান দোকানদার, মোবাইল ফ্ল্যাক্সির টেবিল ও চা-বিস্কুটের স্টল মালিক। ফলে মুমূর্ষু রোগিকে নিয়ে ভ্যান বা রিক্সা প্লাটফরমে প্রবেশ করতে না পারায় রোগির স্বজনরা রোগিকে হাটিয়ে কষ্টকরে ট্রেনে উঠান। রেল স্টেশনের পশ্চিমে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, আলীম মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন পারাপার হয়ে প্লাটফরম অতিক্রম করে থাকে। জরাজীর্ণ স্টেশনটির বিশ্রামাগারগুলি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত হয়ে দীর্ঘদিন ধরে বন্ধ আছে। প্লাটফরম ঘেঁষা উত্তরে ৪টি ও দক্ষিণে ৪টি মরা কড়ইগাছ দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের অভাবে ঝড়ে যেকোন সময় দুর্ঘটনায় জীবন নাশের আশঙ্কা করছেন স্টেশন মাস্টার কামরুল হোসেন।
জানা গেছে, রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী পর্যন্ত সবকটি রেল স্টেশনের আধুনিকায়ণ হলেও নাচোল উপজেলার গুরুত্বপূর্ণ রেল স্টেশনটির উন্নয়ণ হয়নি আজানা করণে। অথচ এ রুটে চলাচলকারী আন্তঃনগর কমিউটার ও ২টি সাটল ট্রেনের দিনরাতে ২বারে যাতায়াতে যাত্রী পরিবহনে বছরে প্রায় ২কোটি টাকার বেশী আয় হয়েছে এ স্টেশন থেকে। আন্তঃনগর ট্রেনে ছাত্র-ছাত্রীসহ যাত্রী কোটার সংকট রয়েছে দীর্ঘদিন থেকে। স্থানীয় সাংসদ মুহা. গোলাম মোস্তফা বিশ্বাসও নাচোল রেল স্টেশননের আধুনিকায়নের ব্যাপারে চেষ্টায় আছেন বলে তিনি একাধীক জনসমাবেশে জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের নাচোল রেল স্টেশনটির আধুনিকায়ন ও যাত্রী-শিক্ষার্থীদের প্লাটফরম পারাপারে ওভারব্রীজ নির্মাণের দীর্ঘদিনের দাবী কখন পূরণ হয় সেদিনের অপেক্ষায় চেয়ে আছে নাচোলবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ