তীব্র তাপপ্রবাহে দিল্লি ও নয়ডায় মৃত ১৫

আপডেট: জুন ১৯, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:


তীব্র তাপপ্রবাহে উত্তর ভারতে প্রাণহানির ঘটনা অব্যাহত। গত ৭২ ঘণ্টায় দিল্লিতে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় নয়ডায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দিল্লির রাম মনোহর লহিয়া হাসপাতালে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। রাজধানী জুড়ে বহু হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ হয়ে ভর্তি আছেন অনেকেই।

অধিকাংশের বয়স ৬০-এর বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, হিটস্ট্রোকের পাশাপাশি প্রচন্ড জ্বর, ডি হাইড্রেশনের মতো উপসর্গ নিয়েও অনেকে ভর্তি। মে মাসের তুলনায় জুনে রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিল্লি ও সংলগ্ন এলাকায় দাবদাহ থেকে সামান্য স্বস্তি মিলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version