মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মাসুদার রহহমান
ঘোড়ার খুরের শব্দ। অদৃশ্য ঘোড়াটির পায়ের শব্দ
শুধু বেজে যায়
লোকে বলে, ঘোড়াটি তুতেনখামেনের!
জানালা-দৃশ্যে চাঁদরাত। এমন চাঁদের রাতে
ফারাও সম্রাটদের
পিরামিডের পাশে; একটানা ঝিঁঝিঁ ডাকে
কফিনের দরজা ঠেলে একটি লক্ষ্মীপেঁচা উড়ে আসে
তুতেনখামেনের মতো পেঁচাটির মুখ