রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
ইমন শাহ্:
জানো কবিতা ?
চোখের সামনে অনাবাদি পড়ে আছে,
হাজার হাজার একর জমি।
অথচ জমিতে চাষের অধিকার নেই
তাই আজও আমি রয়ে গেছি,
তুমিহীন।
হৃদয় পাঁজরে কোটি কোটি বছর ধরে
তোমার বসবাস
তুমি স্বপ্নে এলে সেই জমিতে করে দাও
ভালোবাসার চাষ।
অথচ চাইলেই তোমাকে পাই না,
তাই তো আজও আমি বেঁচে আছি
তুমিহীন।