তুমি কোনটা নেবে?

আপডেট: মে ২৬, ২০২৩, ১:০০ পূর্বাহ্ণ

আকিব শিকদার:


আমার হাতে বন্দুক, আমার কপালে রক্ত
তুমি কোনটা নেবে?
যদি বন্দুক নাও -তুমি হিংস্র ঘাতক।
যদি রক্ত নাও -তুমি অপরিণামদর্শী কাতিল।

আমার চোখে অশ্রু, আমার ঠোঁটে হাসি
তুমি কোনটা নেবে?
যদি অশ্রু নাও, তবে তুমি
দুঃখবিলাসী -মানে আমার প্রকৃত বন্ধু।
যদি হাসি নাও, তবে তুমি
দুধের মাছি -মানে সুসময়ের ধাপ্পাবাজ।

আমার কপালে ঘাম, আমার দু’চোখ লাল
তুমি কোনটা নেবে?
যদি কপালের ঘাম মুছে দাও শুষ্ক আঁচলে-
তুমি আমার প্রকৃত ঘরনী, আমার অর্ধ-অঙ্গ।
যদি রক্তিম চোখে বোলাও হাতের শীতল আঙুল-
তুমি আমার স্নেহশীল প্রেমিকা, রমণযোগ্য ভালোবাসা।