শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালি হাতেই ফিরতে হয়েছিল তৃণমূল বিএনপিকে। এবার আসন্ন উপজেলা নির্বাচনেও অংশ নেয়ার ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যমকে দলের ভাইস চেয়ারম্যান চিফ মিডিয়া উইং সালাম মাহমুদ।
তিনি বলেন, গত ২৭ জানুয়ারি আমাদের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে। সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলের ভিত্তি মজবুত করতে দ্রুত তৃণমূল বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, দলের শৃঙ্খলা ভঙ্গ করা, প্রার্থীদের থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে দলের যুগ্ম মহাসচিব ফয়েজ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে দলের মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেন, সবাই বলেছে আমরা আওয়ামী লীগ থেকে আনুকূল্য নিয়েছি।
আমরা কারো থেকেই কোনো আনুকূল্য নেইনি। আর নির্বাচনে আমরা খালি হাতে ফিরিনি। সবচেয়ে বড় পাওয়া সারা বিশ্বের মানুষ তৃণমূল বিএনপিকে চিনেছে। দেশের মানুষ আমাদের প্রতীক জেনেছে। পরবর্তী যে কোনো নির্বাচনেই আমরা অংশগ্রহণ করবো। আমাদের দল গোছানো এখন মূল উদ্দেশ্য। দলকে শক্ত না করে আন্দোলন করার কোনো পরিকল্পনা নেই।
তথ্যসূত্র: জাগোনিউজ