তৃতীয় দফার অবরোধে নগরীতে কর্মব্যস্ততা II পুঠিয়ায় বাস ও ট্রাক ভাঙচুর

আপডেট: নভেম্বর ৮, ২০২৩, ১:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক ও পুঠিয়া প্রতিনিধি:


বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার দুইদিনের অবরোধের প্রথমদিনে যান চলাচল ছিল স্বাভাবিক। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। বেড়েছে কর্মব্যস্ততা। এবারও বেশ সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে সরেজমিনে নগরীর সাহেববাজার, সিঅ্যান্ডবি, লক্ষীপুর, বর্ণালী, রেলগেট, স্টেশন, শালবাগান, ভদ্রা ও তালাইমারী মোড় ঘুরে যান চলাচলের চিত্র দেখা গেছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

পণ্যবাহী ট্রাকও চলাচল করতে দেখা গেছে। নগরীর মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
দূরপাল্লার বাস বন্ধ হলেও নগরীর রেলগেট ও ভদ্রা থেকে চলছে আন্তজেলা বাস। এদিকে প্রতিদিনের মতো ট্রেন ছেড়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ