বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে বদলগাছী উপজেলার গোবরচাঁপা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (২০ ডিসেম্বর) জয়পুরহাট র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতাররা হলো– উপজেলার দ্বারিশন এলাকার লুৎফর রহমানের ছেলে পলাশ হোসেন (৩৬) এবং জয়পুরহাট জেলার ভাদসা নুরপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মানাজাত হোসেন মোনা (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে গোবরচাপা বাজারে চোরেরা সাদিয়া হার্ডওয়্যার এন্ড ইলেকট্রিক দোকান থেকে মালামাল চুরি করে পালাতে থাকে। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে। পরে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দলের কাওেছ তাদের সোপর্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার পলাশ চিহ্নিত আন্তঃজেলা চোরচক্রের প্রধান। মোনাজাত পলাশের সহযোগী হিসেবে কাজ করতো বলে জনা যায়। বদলগাছী থানায় ধৃতদের হস্তান্তর করা হয়।