সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
উন্নত প্রযুক্তি, উন্নত সমাব্যবস্থা, জীবন যাত্রার মান। তাতে কি শুধু চাকরির সুযোগ বাড়ছে? প্রাথমিকভাবে তেমনটা মনে হলেও, সবক্ষেত্রে পরিসংখ্যান এক নয়। বর্তমান সময়ে অর্থনৈতিক-সহ একাধিক কারণে বহু সংস্থা একধাক্কায় ছাঁটাই করছে হাজার হাজার কর্মীদের।
চাকরি হারাচ্ছেন যাঁরা, তারা শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, ‘সোশ্যাল-স্টিগমা’-ও কুরে কুরে খাচ্ছে তাঁদের। একদিকে কাজ নেই, টাকা নেই। অন্যদিকে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-সজন এমনকি পরিবারের সদস্যদের মুখোমুখি হলেই সবসময় একই প্রশ্ন, ‘তোমার চাকরি নেই?’ অনেকেই তাই বাড়িতে প্রথমে জানাতে চাইছেন না, তাঁর চাকরিটাই আর নেই।
এই পরিস্থিতিতে নয়া পন্থা। ভাড়ায় মিলছে ‘অফিস’। শুনতে অবাক লাগলেও, তেমনটাই নাকি ঘটছে। কী হচ্ছে জানেন? জানা গিয়েছে, নকল অফিস তৈরি হয়েছে, যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা মূল্যের বিনিময়ে, সেখানে গিয়ে বসতে পারবেন। মনে হবে যেন এক অফিস, আর তিনি কোনও উচ্চপদে কর্মরত ব্যক্তি।
সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, চিনে এক ব্যক্তি এই নয়া পন্থা অবলম্বন করেছেন। যে ব্যক্তি পরিবার-পরিজনদের কাছে নিজের বেকারত্বের কথা বলতে চান না, তিনি চাকরি হারানোর পরেও, অফিসের সময়ে বাড়ি থেকে বেরিয়ে, সেখানে গিয়ে বসতে পারবেন।
সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে থাকতে পারবেন তাঁরা, মিলবে দুপুরের খাবার। বদলে লাগবে ২৯.৯ ইউয়ান। আর যদি একেবারে গদি দেওয়া চেয়ারে বসে, নিজেকে অফিসের বস বলে জাহির করতে চান, তাহলে দিতে হবে একটু বেশি মূল্য, ৫০ ইউয়ান।
এই পন্থা যিনি নিয়েছেন, তিনি সাফ জানিয়েছেন তারপিছনে থাকা কারণ। তাঁর মতে, বহু মানুষের সাহায্যের জন্যই এই পন্থা অবলম্বন করেছেন তিনি। সমাজমাধ্যমে চিনের এই ব্যক্তির পন্থা ছড়িয়ে পড়তেই, নেটিজেনরা দু’ভাগে বিভক্ত। অনেকেই যেমন বিষয়টিকে সদর্থকভাবে দেখছেন না, অনেকেই আবার বিষয়টিতে খুবই উচ্ছ্বসিত।
তথ্যসূত্র: আজকাল অনলাইন