শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
প্রাকৃতিক দুর্যোগে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেবে উড়ন্ত রোবট অ্যাম্বুলেন্স। যুদ্ধক্ষেত্র অথবা ভয়াবহ ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, টর্নেডো, সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগে মুশকিলের আসান হবে এ রোবটিক অ্যাম্বুলেন্সে।
রোবট প্রযুক্তিবিদ মঞ্জুলা থাপার বলছেন, ১ ডিসেম্বর ‘আফরা’র প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন হয়েছে তেল আবিবে। নির্মাতা ইসরাইলি সংস্থা ‘আরবান অ্যারোনটিক্স’।
ফ্লাইং রোবটিক অ্যাম্বুলেন্সটির নাম দেয়া হয়েছে ‘করমোর্যান্ট’। আগামী দিনে এটিতে পাইলটও বসতে পারবেন। ভারি যন্ত্রপাতি নেয়া যাবে। এর আগে নাম দেয়া হয়েছিল ‘এয়ারমিউল’। এয়ারমিউল মডেলটিতে পাইলট বসার কোনো ব্যবস্থাই ছিল না। নতুন ‘করমোর্যান্ট’ মডেলটিতে সেই ব্যবস্থাও রাখা হয়েছে।