ত্রিদেশীয় ক্রিকেট পাকিস্তানকে আবারো হারিয়ে বাংলাদেশের চারে চার

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৪, ৯:১৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে আলো ছড়ালেন রাবেয়া খাতুন। সঙ্গে বাকিদের নিয়ন্ত্রিত বোলিঙে প্রতিপক্ষকে একশোর আগে থামিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। পরে ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তান নারী দলকে আবারো হারাল স্বাগতিকরা।

কক্সবাজারে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের জয় ৪ উইকেটে। টস হেরে ব্যাটিঙে নেমে ৫ উইকেটে ৯৬ রান করে পাকিস্তান। রান তাড়ায় ১৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
প্রথম দেখায় পাকিস্তানকে ৩৬ রানে হারানো বাংলাদেশ জিতলো টানা ৪ ম্যাচে। অপরাজিত থেকে জায়গা করে নিলো ফাইনালে। সিরিজে সবকটি ম্যাচে হেরেছে পাকিস্তান।
বাংলাদেশের এই জয়ে বড় অবদান রাখেন ১৬ রানে ২ উইকেট নেয়া রাবেয়া। সঙ্গে দুটি রান আউট করা এই অফ স্পিনারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
রাবেয়ার ছোবলে ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। শুরুর ধাক্কা সামাল দেয় তারা ৯৬ বল স্থায়ী আরিশা আনসারি ও সামিয়া আফসারের ৭৪ রানের জুটিতে।

৫ চারে ৫৮ বলে ৪৮ রান করা সামিয়াকে রান আউট করে এই জুটিও ভাঙেন রাবেয়া। পরে তিনি ফিরিয়ে দেন ১ চারে ৪১ বলে ২৬ রান করা আরিশাকেও। রাবেয়ার নৈপুণ্যে রান আউটে কাটা পড়েন জুফিশান আয়াজও।
এই ম্যাচে ৮ বোলার ব্যবহার করে বাংলাদেশ। রাবেয়া ছাড়া উইকেট পাননি আর কেউ। তবে সবার মিতব্যয়ী বোলিঙে বেশিদূর যেতে পারেনি পাকিস্তান।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই সুমাইয়া আক্তার সুবর্ণাকে হারায় বাংলাদেশ। ১০ বলে ১৪ রান করে ফেরেন আরেক ওপেনার ইভা। টিকতে পারেননি জান্নাতুল মাওয়াও।

৪০ রানে ৩ উইকেট হারানো দলকে জয়ের কাছে নিয়ে যান সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা ইরা। দু’জনে গড়েন ৪৭ রানে জুটি। ৩ চারে ৪০ বলে ৩৮ রান করেন সুমাইয়া, ১ চারে ১৬ রান করে ফেরেন আফিয়া।
৪ রানে ৩ উইকেট হারালে কিছুটা চাপ পড়ে যায় স্বাগতিকরা। তবে হাবিবা ইসলাম পিংকি ও উন্নতি আক্তার দলকে বিপদে পড়তে দেননি, পৌঁছে দেন কাঙ্ক্ষিত ঠিকানায়।
আগামী শুক্রবার ( ০২ ফেব্রুয়ারি ) ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ