সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ত্রিশ বছর আগে মেয়ের মৃত্যু হয়৷ মৃত সেই মেয়ের বিয়ে দিতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে পরিবার৷ মেয়ের আত্মার জন্য উপযুক্ত ‘জামাই আত্মা’র খোঁজ করা হয়েছে বিজ্ঞাপনে। এই ঘটনা কিছুতেই আত্মস্থ হচ্ছে না অনেকের, কেউ কেউ হেসে কুল পাচ্ছেন না। কিন্তু আরেক দল ভীত। তাঁদের শিড়দাড়া দিয়ে বইছে ঠান্ডা স্রোত। ব্যাপারটা কী?
পাত্র চাই-এর চমকে দেয়া বিজ্ঞাপনের ঘটনা ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুড়ের। আত্মার বিয়ে দেয়া ওই অঞ্চলের বাসিন্দাদের একটি ধর্মীয় রীতি। এই প্রথাকে স্থানীয়রা বলে থাকেন ‘কুলে মাদিমে’ অথবা ‘প্রেত মাদুভে’।
সপ্তাহ খানেক আগে সংবাদপত্রে ব্যতিক্রমি বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। যেখানে বর্ণ, গোত্রের উল্লেখ করে মৃত মেয়ের জন্য পাত্রের আত্মার খোঁজ করা হয়েছে। এমন পাত্রের দাবি করা হয়, যিনিও তিরিশ বছর আগে প্রয়াত হয়েছেন।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন