থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গুলিতে নিহত ৬

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে ছয়জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ বুধবার জানায়, গত ২৪ ঘন্টায় পৃথক গুলিবর্ষণের ঘটনায় তারা নিহত হয়েছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মালয় মুসলিম বিদ্রোহীরা সক্রিয় রয়েছে। গত ১২ বছরে সেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিভিন্ন সময় সেখানে জঙ্গি ও দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লংঘনের অভিযোগ উঠেছে। পুলিশ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশে সন্দেহভাজন জঙ্গিরা এ হত্যাকান্ড চালায়।
এএফপি জানায়, মঙ্গলবার সকালে দক্ষিণাঞ্চলের পাত্তানি প্রদেশের ইয়ারিং জেলার একটি গ্রাম প্রধানের গুলিবিদ্ধ লাশ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী নংচিক জেলায় এক দম্পতি গুলিতে নিহত হয়েছে। তাদের একজন সরকারি মিলিশিয়া বাহিনীর সদস্য। একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
এদিন সন্ধ্যার দিকে একই প্রদেশে পৃথক গুলিবর্ষণের ঘটনায় আরো একজন গ্রাম প্রধান ও এক বেসামরিক মুসলিম নিহত হয়।
এছাড়া পার্শ্ববর্তী নারাথিওয়াত প্রদেশে আরো এক মুসলিম গুলিতে নিহত হয়।
পাত্তানি প্রদেশের পুলিশ কমান্ডার মেজর জেনারেল থানংসাক ওয়াংসুপা বলেন, গত কয়েকদিনে বেশ কয়েক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এর জবাবে এসব হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে তার বিশ্বাস।- বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ