সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত কয়েক দিন ধরে ভারী বর্ষণ ও বন্যায় কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে দুর্যোগপ্রবণ হিসেবে ঘোষণা করেছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রাবি ও খো সামুইসহ বিস্তীর্ণ এলাকায় গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি ফ্লাইট ও ফেরি চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ৮৮ জেলার ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ক্ষতিগ্রস্ত ও ১৪ জনের প্রাণহানি হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ১৩ জন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলের ১১ প্রদেশকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নাখোন সি থামারাত প্রদেশের দক্ষিণাঞ্চলে ট্রেন লাইন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
থাইল্যান্ডে নভেম্বরের শুরু থেকে সাধারণত শীতল ও শুষ্ক মৌসুম শুরু হয়। এ সময় দেশটিতে প্রচুর পর্যটক আসেন। কিন্তু চলতি বছর এ সময় দেশটিতে অস্বাভাবিকভাবে ভারী বর্ষণ হয়েছে।- বাসস