থানা থেকে মামলার আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি নেতাকর্মীরা

আপডেট: জানুয়ারি ১১, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রেফতারের পর ফৌজদারি মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক উচ্ছৃঙ্খল নেতাকর্মী।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা থেকে ছিনিয়ে নেওয়া তরিকুল শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। তিনি ওই উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন