দক্ষিণ আফ্রিকার বিশাল জয়

আপডেট: ডিসেম্বর ৩১, ২০১৬, ১২:১৯ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষেই পোর্ট এলিজাবেথ টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা অল্প একটু লড়াই চালিয়ে গেলেও প্রত্যাশিত জয় পেয়েছে প্রোটিয়ারা। দুই শতাধিক রানের এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকল স্বাগতিকরা।
শুক্রবার পঞ্চম ও শেষদিন ৫ উইকেটে ২৪০ রানে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। কাইল অ্যাবটের পেসে শুরুতেই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৫৮ রানে অপরাজিত নামা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস (৫৯) মাত্র ১ রান যোগ করতে পারেন। দিনের তৃতীয় ওভারের চতুর্থ বলেই অ্যাবটের শিকার হন লঙ্কান অধিনায়ক।
ধনঞ্জয়া ডি সিলভা সামান্য প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাকেও ২২ রানে সাজঘরে পাঠান অ্যাবট। এরপর দ্রুত শেষ তিন উইকেট পড়েছে শ্রীলঙ্কার। ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও কেশব মহারাজ তাদের জয়ের শেষ বাঁধাগুলো সরিয়ে দেন। শ্রীলঙ্কা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ৩৫ রানের ব্যবধানে। ৪৮৮ রানের লক্ষ্যে নেমে ২৮১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২০৬ রানের বিশাল জয়ে সিরিজের নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ২ জুন কেপ টাউনে হবে দ্বিতীয় টেস্ট। সূত্র- ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ২৮৬ ও দ্বিতীয় ইনিংস- ৪০৬/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ২০৫ ও দ্বিতীয় ইনিংস- ৯৬.৩ ওভারে ২৮১ (ম্যাথুস ৫৯, রাবাদ ৩/৭৭, মহারাজ ৩/৮৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী
ম্যাচ সেরা: স্টিফেন কুক (দক্ষিণ আফ্রিকা)
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা