দক্ষিণ আমেরিকায় মিললো জ্বলন্ত ব্যাঙ

আপডেট: মার্চ ২১, ২০১৭, ১:১৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



প্রথমবারের মতো আর্জেন্টিনার আমাজন অববাহিকায় ফ্লুরোসেন্ট ব্যাঙের সন্ধান পাওয়া গিয়েছে। বুয়েনস আয়ার্সের বার্নারদিনো রিভাদাভিয়া প্রাকৃতিক বিজ্ঞান জাদুঘরের একদল গবেষক সম্প্রতি এই প্রজাতির ব্যাঙয়ের সন্ধান পান। তারা জানান, বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনাঞ্চলে এই প্রজাতির ব্যাঙ বাস করে। সবুজ বর্ণের ব্যাঙটির বিশেষত্ত্ব হচ্ছে এটির শরীর রাতের বেলায় আলোকিত থাকে। ব্যাঙটির ত্বকে ফ্লুরোসেন্টের মতো পদার্থ থাকায় এমনটি হয় বলে গবেষকেরা জানিয়েছেন।
ফ্লুরোসেন্ট সাধারণত আলো শোষণ করে, এবং অন্ধকারে তা বিকিরণ করে। স্নিগ্ধ আলো বিকিরণ করায় দূর থেকেই তা দৃশ্যমান হয়। গবেষকেরা বলছেন, সমুদ্রের তলদেশে এই ধরনের প্রাণী দেখা গেলেও স্থলভাগে এমন আবিস্কার এবারই প্রথম।
সোমবার চৎড়পববফরহমং ড়ভ ঃযব ঘধঃরড়হধষ অপধফবসু ড়ভ ঝপরবহপবং এ প্রকাশিত প্রবন্ধে গবেষকেরা জানান, এটি মূলত গাছে বাস করে। ব্যাঙটির ত্বকে এমন উপাদান রয়েছে যা আলো বিকিরণ করে। এর মাধ্যমে ব্যাঙটি রাতে কীট পতঙ্গকে আকৃষ্ট করে। গবেষক দলে থাকা জুলিয়ান ফাইভোভিচ জানান, তাদের এই আবিস্কার প্রাণী বিজ্ঞানে নতুন দিক উন্মোচন করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ