দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা ছুরিকাহত

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


দক্ষিণ কোরিয়ায় বিরোধী দলের নেতা লি জে-মাইউংকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ওইসময় এক সংবাদ সম্মেলনে ছিলেন।
বার্তা সংস্থা ইয়ুনহ্যাপ জানায়, মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসানে ঘটনা ঘটে।
লির ঘাড়ের বাম দিকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ২০২২ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে খুব অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এ ঘটনার পর হামলাকারীকে আটক করা হয়েছে।

ইয়ুনহ্যাপ জানিয়েছে, হামলার প্রায় ২০ মিনিট পর লিকে একটি হাসপাতালে নেয়া হয়। ওই সময়ও তার জ্ঞান ছিল।
সংবাদ মাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে, হামলাকারীর বয়স ৫০ বা ৬০-এর হতে পারে। জানা গেছে, অটোগ্রাফ নেয়ার ভান করে হামলাকারী লির দিকে এগিয়ে যায়, এরপর হঠাৎ করে লির ওপর ঝাঁপিয়ে পড়ে ছুরিকাঘাত করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনার ভিডিওগুলোতে দেখা যায়, হামলার পর লি প্রথমে ভিড়ের মধ্যে পড়ে যান, পরে মাটিতে পড়েন; এ সময় কিছু লোক হামলাকারীকে সামলানোর চেষ্টা করেন। সংবাদমাধ্যমে আসা ছবিতে লিকে চোখ বন্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা গেছে, কেউ একজন তার ঘাড়ের পাশে একটি রুমাল চেপে ধরে রেখেছেন।

লি (৫৯) দক্ষিণ কোরিয়ার ডেমোক্র্যাটিক পার্টির নেতা। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ার আইনসভার সদস্য নন।
তথ্যসূত্র: বিডিনিউজ

Exit mobile version