সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
নগরীর শাহ মখদুম দরগা শরীফের অন্ধ, ফকির, অসহায় ও দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে নগরীর শাহ মখদুম দরগা শরীফে অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার অয়ন ফারহান শামস, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান, দরগা এস্টেটের সরকার শরিফুল ইসলাম।
নগরীর শাহ মখদুম দরগা শরীফের আশপাশের দুস্থ মানুষ কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন। তারা জানান, ‘এই শীতে একমাত্র সম্বল ডিসি স্যারের কম্বল’।
ফকির মামুন অর রশিদ বলেন, ‘আমি ভিক্ষা করি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গলিতে গলিতে মানুষের কাছ থেকে যা পাই তাই নিয়ে চাল, ডাল কিনে কোনোমতে চলে। এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতের একমাত্র সম্বল’।
তাদের মতোই জেলা প্রশাসকের কম্বল পেয়ে নিজেদের আনন্দের অভিব্যক্তি প্রকাশ করেন দৃষ্টি প্রতিবন্ধী মিরাজ, দৃষ্টি প্রতিবন্ধী রইস, প্রতিবন্ধী হকমান, নাছিমা খাতুন, আম্বিয়া খাতুন, রাহেলা বিবি, আফরোজাসহ আরো অনেকে।