দরপত্রের বাক্সে সুপার গ্লু ফেলে নষ্ট করা হলো শিডিউল-কাগজপত্র

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ৯:৪৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


দিনাজপুরে হাট-বাজার ইজারার দরপত্রের বাক্সে আঠা (সুপার গ্লু) ফেলে শিডিউল ও কাগজপত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে দিনাজপুর সদর উপজেলার ২৪টি হাট-বাজার ইজারার দরপত্রের বাক্স জেলা ট্রেজারিতে পাঠিয়েছে প্রশাসন।

এর আগে, দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে রাখা দরপত্রের বাক্স সদর উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে দরপত্রের বাক্স খুলে দেখা যায়, যে সব দরদাতা দরপত্রের শিডিউল ও কাগজপত্র দিয়েছেন সমস্ত দরপত্রগুলো একত্রে জমাট বেঁধে আছে। বাক্সের ফুটো দিয়ে আঠা (সুপার গ্লু) প্রবেশ করিয়ে দেওয়ার ফলে এসব কাগজ একত্রে জমা হয়ে গেছে এবং আলাদা করা যাচ্ছে না। ফলে দরপত্রগুলো বিশ্লেষণ করতে পারেনি প্রশাসন। এমন অবস্থায় দরপত্র কার্যক্রম স্থগিত করা হয়। পরে এসব বাক্স জেলা ট্রেজারিতে পাঠানো হয়। দ্রুত বিষয়টি নিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান জানান, দরপত্র মূল্যায়ন করতে গিয়ে একটি বাক্সের শিডিউল পড়া সম্ভব হয়নি। শক্ত আঠা দিয়ে লাগানো ছিল। এটি কোনও দুরভিসন্ধি ছিল কি না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যারা দায়ী থাকবে তা তদন্ত করে বের করা হবে। এরপর উপজেলা পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়াও পরবর্তী সময়ে যাতে করে হাট-বাজার ইজারার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ