মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু বলেছেন দলকে ঐক্যবদ্ধ রাখতে হলে যোগ্য নেতার সঠিক নেতৃত্বের কোন বিকল্প নেই।
অদৃশ্য ও দৃশ্যমান সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে দলের নমিনেশন প্রাপ্ত এমপির পক্ষে দলকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে চাইলে এবং বিএনপির সুনামকে যুগ যুগ ধরে রাখতে হলে সকল দ্বিদ্ধা ও দ্বন্দ্ব ভূলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যককে কাজ করতে হবে।
জোরপূর্বক নয়, ভয়ভীতি ও নিজের পেশীশক্তি দেখিয়ে নয় স্নেহ, ভালোবাসা ও নম্র ব্যবহারের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে গিয়ে ধানের শীষের প্রতি প্রতিটি মানুষের সহানুভূতি অর্জন করতে হবে। শহীদ জিয়ার আদর্শকে মুখে ও পকেটে নয় বুকে ধারণ করে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অসহায় ও নিপীড়িত মানুষদের পাশে থেকে কাজ করতে চাইলে যোগ্য নেতার সঠিক নেতৃত্বকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও সাধারণ মানুষদের কাছে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় তিনি বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় ইদুল আজাহার শুভেচ্ছা বিনিময়, জনসংযোগ ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। সফরকালে আনোয়ার হোসেন বুলু এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
গত মঙ্গলবার ও বুধবার আত্রাই উপজেলার কুশাতলা, গোয়ালবাড়ি, পাইকরা, বান্দাইখাড়া, দেবনগর, মস্কিপুর, পতিসর, মনিয়ারী, নওদুলী বাজার, মারিয়া এবং রাণীনগর উপজেলার ভাটকৈ বাজার, রাতোয়াল বাজারসহ বিভিন্ন গ্রাম ও বাজারে ইদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আত্রাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পিন্টু, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম জাকির হোসেন, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মাহমুদুর রহমান বেলাল, নওশাদ হোসেন, নাসির উদ্দিন টনি, ফজলুর রহমান, আব্দুর রাজ্জাক লেবু, শফিকুল ইসলামসহ উপজেলা-ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু নওগাঁ-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গত ৯ম (২০০৮ সাল) জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি দলের ক্রান্তিকালে নিজের দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে অনন্য ভূমিকা রেখেছেন।
ফ্যাসিস আ’লীগ সরকারের আমলে দলের প্রতিটি নির্যাতিত কর্মীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। আত্রাই ও রাণীনগর উপজেলার বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়োবৃদ্ধসহ প্রতিটি মানুষ আনোয়ার হোসেন বুলুকে ভালো করে চেনেন এবং জানেন। এই দুই উপজেলায় বিএনপিকে সক্রিয় রেখে স্বচ্ছ কর্মকান্ডের মাধ্যমে ধানের শীষের ভাবমূর্তি প্রতিটি মানুষের কাছে অক্ষত রাখতে তার সঠিক নেতৃত্বের কোন বিকল্প নেই।
চলমান দীর্ঘ তাপদাহ উপক্ষো করে সকাল থেকে রাত পর্যন্ত সঙ্গীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করার কাজ এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান আনোয়ার হোসেন বুলু।