রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৩ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে বিশৃংখলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
শনিবার বিকেলে উত্তরগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে জনসচেতনতা মূলক পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু হাসান মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফ্ফর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেষার মানুষ উপস্থিত ছিলেন।