দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ

মুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে দুর্ঘটনাস্থল

সোনার দেশ ডেস্ক :


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা দিয়ে সুইট (২৫) ও নাহিদ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুইট পুরাতন বাস্তপুর গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট ও নাহিদ মোটরসাইকেলে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তবপুরে ফিরছিলো।

গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার সন্নিকটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের টলির পিছনে ধাক্কা দিয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যায়।
তথ্যসূত্র: রাইজিংবিডি

এ বিভাগের অন্যান্য সংবাদ